জশনে জুলুসে ঈদে-এ মিলাদুন্নবী সফল করার আহ্বান
আবু জাহেদ ফয়সাল (চট্টগ্রাম) বিশ্বের ঐতিহাসিক জসন্-জুলুশে ঈদে মিলাদুন্নবী সফল করে ঈমান আক্বিদা বাতেল ফেরকা থেকে জঙ্গীবাদ ও নাস্তিকবাদ শিয়াবাদের হাত থেকে শান্তি প্রিয় মুসলিম ভাই ছেরাতুল মোস্তাকিম পথ দেখানো হুজুর কেবলা আউলাদে রাসুল, সৈয়দ মুহাম্মদ তাহের শাহ কেবলামাঃজিঃ আলী নেতৃত্বে জশনে জুলুশে যোগদান করার আহ্বান জানান বক্তারা। গত ৭ নভেম্বর জিলা পরিষদ মিলনায়তনে ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন আলহাজ্ব আবুল হাসেম সওদাগরের সভাপতিত্বে এবং মুহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি মহানগর শাখার সভাপতি আলহাজ্ব আবুল মুনসুর। প্রধান বক্তা আলহাজ্ব মাহবুবুল আলম। বিশেষ অতিথি সালামত উল্লাহ, আলহাজ্ব সাদেক হোসেন পাপ্পু, ড. সৈয়দ জালাল উদ্দিন আজাহারী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মৌলানা হারুনুর রশীদ, মাওলানা শাহজাহান, মোহাম্মদ আজাদ, মুহাম্মদ জানে আলম,মুহাম্মদ মুসলিম উদ্দিন। সাংগঠনিক প্রতিবেদন ১৭ পাঠ করেন ওয়ার্ড সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আবদুল্লা। প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন, আলহাজ্ব জাকির সওদাগর, ফজলুল কবির, আলহাজ্ব জালাল উদ্দিন, আলহাজ্ব ফজলুল আমিন, মোঃ আলমগীর, মোঃ মহসিন, মোক্তার হোসেন, জহির আহমদ খান, এস.এম. আলমগীর, মোঃ শহীদুল্লা, এস.এম.আব্বাস, মোঃ শহীদুল আলম, কে.এম.শওকত আলম, সাজ্জাদ খাঁন, জাকেরিয়া ২য় অধিবেশন কাউন্সিলারদের মতামত নিয়ে পুনরায় আলহাজ্ব আবুল হাসেমকে সভাপতি, আলহাজ্ব আবদুল আলম আবদুল্লাকে সাধারণ সম্পাদক, মুহাম্মদ মফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক, এস.এম. আলমগীরকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সর্বসম্মতিক্রমে কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে কাউন্সিল শেষ হয়।